নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলা হয়েছে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা আয়োজিত খেলায় ৫টি ইউনিয়ন এবং পৌরসভা মিলিয়ে ৬টি বালক দল অংশগ্রহণ করে। সোমবার বিকেলে পৌর শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে ফাইনাল খেলায় বালক অনুর্ধ্ব ১৭ ভাটরা ইউনিয়নকে টাইব্রেকারে ৫-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পৌরসভা। আগেরদিন রোববার বালিকা অনুর্ধ্ব ১৭ ফাইনাল খেলায় ৫টি ইউনিয়নের সমন্বয়ে বাছাইকৃত এ-দলকে ২-০ গোলে পৌরসভা বি-দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির। এর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা
পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সহ সভাপতি জিবরীল বাবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সফিকুল ইসলাম, ক্রীড়া শিক্ষক এনামুল হক, আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সঞ্চালনা করেন সাজ্জাদুল বারী। উল্লেখ্য, ৮ জুলাই থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনুর্ধ্ব ১৭) খেলা শুরু হয়।