মোকাররম হোসেন, ফুলবাড়ী দিনাজপুরঃ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে দিনাজ পুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় “কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তিপাক”এই স্লোগান দিতে দিতে ফুলবাড়ী প্রেসক্লাবের সামনে সমবেত হয় শিক্ষার্থীরা । বেলা ১২টায় জাতীয় বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে প্রেসক্লাবের সামনে উপজেলা সড়কে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মাসুদ রানা, আরমান হোসেন, মোরসালিন
ও তানভীর। এসময় শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। আমাদের যৌক্তিক আন্দোলনে কেনো হামলা চালানো হচ্ছে। হামলা করে আমাদের থামিয়ে রাখা যাবে না। আমাদের যৌক্তিক দাবি মানতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চাই করতে হবে। দাবি না মানলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে জানানো হয়।#