দেশের উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়কে অর্থনৈতিক কর্মকান্ডে যুক্ত হতে হবে -কৃষি সচিব

InShot_20240714_105622873.jpg

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে ::::::  খুলনার দিঘলিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং দিঘলিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ১২ জুলাই শুক্রবার বিকালে দিঘলিয়া উপজেলার সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেন, কৃষি দেশের প্রধান চালিকা শক্তি। দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব অপরিসীম। দেশের উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়কে অর্থনৈতিক কর্মকান্ডে যুক্ত হতে হবে। অন্যের ওপর নির্ভশীল হওয়া যাবে না। দেশের সকল মানুষকে জনসম্পদে পরিণত করতে পারলে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত এবং স্মার্ট রাষ্ট্রে রূপান্তরিত হবে। সচিব আরও বলেন,

 

স্বাধীনতা পরর্বতী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমার দেশের মানুষ যেন খাওয়ার কষ্ট না পায়। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন। বর্তমানে বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, সরকার কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। দেশের কোন মানুষ এখন না খেয়ে থাকে না। কৃষির আরো বিকাশের জন্য কৃষি কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত পালন করতে হবে। সরকারের দেয়া সকল সুযোগ-সুবিধা কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন সচিব। প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ, পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের ফোকাল পারসন ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, খুলনা বড় বাজার ব্র্যাক ব্যাংকের ক্লাস্টার ম্যানেজার এস এম আশরাফুল ইসলাম, দিঘলিয়া উপজেলার কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ এবং

 

কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী হাসানসহ আরও অনেক সুধীজন। প্রশিক্ষণে দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২০ জন কৃষক অংশ গ্রহণ করেন। পরে কৃষি সচিব সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এর পূর্বে শুক্রবার সকাল ১১ টায় দিঘলিয়ায় বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রোগ্রামের প্রধান অতিথি ও বীর মুক্তিযোদ্ধা শেখ নজীর আহমেদ ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার শীলা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। দিঘলিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাহিদা আক্তার ইলা, ফাউন্ডেশন এর সদস্য ও চিফ কো-অর্ডিনেটর রিশাদুল ইসলাম এবং আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top