ফুলবাড়ীতে পুলিশের সাড়াশী অভিযানে গ্রেফতার- ৯

IMG_20240710_215454.jpg

মোকাররম হোসেন, ফুলবাড়ী, দিনাজপুরঃ দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী সাড়াশী অভিযান চালিয়ে ১মাদক ব্যবসায়ী, ৬ মাদক সেবনকারীসহ ৯ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ । মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে মাদক সেবনের দায়ে দুই মাসের সাজা প্রদান, ১ ব্যবসায়ীকে মাদক আইনে মামলাসহ ২ জনের বিরুদ্ধে অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদক সেবন কারীদের ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। থানা সুত্রে জানা গেছে, মাদক সেবন এর দায়ে উপজেলার শিবনগর ইউপির দাদপুর গ্রামে মৃত শমশের আলীর ছেলে শরিফুল ইসলাম (২৪), আব্দুল জলিল এর ছেলে জাকির হোসেন (৩৪), একই এলাকার আব্দুল মজিদ এর ছেলে  হাফিজুল ইসলাম (৩৫), পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলাম এর ছেলে

হাফিজুল ইসলাম (৪২), কাঁটাবাড়ী গ্রামের মৃত আ. হামিদ এর ছেলে রানা হোসেন (৫০), খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামের মহরম আলীর ছেলে সোলায়মান (৪৫) সহ প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অপর দিকে আলাদীপুর ইউপির বারাই গ্রামের শ্রী ধলু চন্দ্র রায় এর ছেলে গোপাল চন্দ্র রায় (২৫) এর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। খয়েরবাড়ী ইউপির অম্রবাড়ী গ্রামের মৃত আবু মুন্সির ছেলে নুরুল মুন্সি (৫৫) এর বিরুদ্ধে জমি সংক্রান্ত মারামারির অপরাধে

মামলা এবং শিবনগর ইউপির দাদপুর গ্রামের মৃত হাফেজ এর ছেলে আব্দুল জলিল এর বিরুদ্ধে ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলকা থেকে মাদক সেবী ও মাদক ব্যবসায়ী সহ ০৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলাসহ ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top