আমতলীতে স্কুল ব্যাগে বইয়ের পরিবর্তে মিলল গাঁজা

IMG_20240706_072720.jpg

মাইনুল ইসলাম রাজু আমতলী(বরগুনা) ::::::  বরগুনার আমতলীতে একটি স্কুল ব্যাগ থেকে ২ কেজি গাঁজাসহ ২ মাদককারবারীকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সকালে যাত্রীবাহী একটি বাস থেকে নেমে পিঠে স্কুল ব্যাগ ঝুলিয়ে আমতলী চৌরাস্তায় সাধারণভাবেই হাঁটছিলেন মাদক কারবারী মিলন মোল্লা (৪০) ও গোলাম রাব্বি (২৬) নামের দুই যুবক। দেখে বোঝার কোন উপায়ই ছিল না তাদের পিঠে ঝুলানো স্কুল ব্যাগে বইয়ের পরিবর্তে গাঁজা বহন করছেন তারা। তাদের চলাফেরার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় একপর্যায়ে তল্লাশি চালায় বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সময় তাদের পিঠে ঝুলানো স্কুল ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে ওই দুই

 

যুবককে আটক করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক কারবারী মিলন মোল্লা বরিশালের রূপাতলী এলাকার মৃত্যু সিকান্দার মোল্লার ছেলে ও আর গোলাম রাব্বি বরিশাল কোতোয়ালি থানার ২৩ নাম্বর ওয়ার্ডের তাজকাঠি গ্রামের মৃত্যু আইউব আলীর ছেলে। বরগুনা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে তথ্য ছিল আজ শুক্রবার সকালে আমতলীতে বড় ধরনের মাদকের একটি চালান পাচার হবে। তথ্য অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে জেলা ডিবি পুলিশের ওসি বশিরুল আলম তার সঙ্গীয় ফোর্স নিয়ে আমতলীতে অবস্থান নেয়। সকালে অভিযান পরিচালনা করে একটি স্কুল ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করেন ও মাদককারবারী ২ দুই যুবককে আটক করে জিজ্ঞাষাবাদেও জন্য বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যান। বরগুনা জেলা গোয়েন্দা

 

পুলিশের (ডিবি) ওসি বশির আলম বলেন, শুক্রবার সকালে আমতলী চৌরাস্তা এলাকায় ওই দুই যুবকের গতিবিধি একটু সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করি। ওই সময় স্কুল ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, উদ্ধার হওয়া গাঁজার বাজার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। গাঁজাসহ আটককৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top