দাকোপে মারপিট ও জমি দখল চেষ্টার অভিযোগে দেবপ্রসাদ গংয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দাকোপ প্রতিনিধি ::::::   দাকোপে দেবপ্রসাদ গংয়ের নেতৃত্বে অবৈধভাবে জমি দখলের চেষ্টা এবং মারপিটের অভিযোগ এনে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী সৌমিন্দ্র গাইনের পরিবার। মঙ্গলবার বেলা ১১ টায় প্রেসক্লাবের হল রুমে লিখিত বক্তৃতায় দাকোপের সাহেবের আবাদ গ্রামের মৃঃ অনিরুদ্ধ গাইনের পুত্র সৌমিন্দ্র গাইন অভিযোগ করে বলেন, একই এলাকার মৃঃ কৃষ্ণচন্দ্র গাইনের পুত্র দেবপ্রসাদ গাইনের নেতৃত্বে আশুতোষ গাইন, রামপ্রসাদ গাইন, রমেশ গাইন ও অনুপ গাইন গংরা সাহেবের আবাদ মৌজায় আমার পিতার নামে বন্দোবস্ত প্রাপ্ত ভোগ দখলে থাকা বসত ভিটে ও বিলান ১ একর জমি (দলিল নং ১৯৬২/১) হতে আমাদেরকে অবৈধভাবে পেশী শক্তির বলে উচ্ছেদ করে তারা জবর দখলের অপচেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় গত ১২ জুন অভিযুক্তরা সশস্ত্র অবস্থায় আমার বাড়ীতে ঢুকে আমাদেরকে মারপিট ও স্বর্ণালংকর লুট করে। এ ঘটনায় আমি দাকোপ থানায় নিয়মিত মামলা দায়ের করি যা দাকোপ থানার মামলা নং ১৫ তাং ১৬/০৬/২৪।

 

যে কারনে তারা আরো ক্ষিপ্ত হয়ে গায়ের জোরে আমার জমি চাষ করে। বর্তমানে তারা আমাদেরকে বসত ভিটে থেকে উচ্ছেদের পায়তারা করছে। এ ঘটনায় খুলনার আদালতে দেঃ ৬৩/২০২৪ মামলা চলমান আছে। সর্বশেষ গত ২৯ জুন বিকালে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর চড়াও হয়ে দ্বিতীয় দফা মারপিট করে। যে ঘটনায় আমরা গুরুত্বর আহত হয়ে দাকোপ হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমরা এ ব্যাপারে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনাসহ নিজেদের নিরাপত্তার জন্য আপনাদের মাধ্যমে সকল মহলের সহযোগীতা কামনা করছি। সংবাদ সম্মেলনে সৌমিন্দ্রের মা পারুল গাইন এবং বোন ইতিকনা গাইন উপস্থিত ছিলেন।   শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top