গুইমারায় পরকীয়ার অভিযোগ এলাকাবাসীর, অভিযুক্তের অস্বীকৃতি

IMG_20240702_213545.jpg

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারার হাতিমূড়া এলাকায় ইব্রাহিম মীর নামের এক যুবক পরকিয়ার সাথে জড়িতের অভিযোগ এলাকাবাসীর। অভিযুক্তরা বিষয়টি অস্বীকার করেছেন। শুক্রবার (২১ জুন) রাতে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের হাতিমূড়া জোরখাম্বা ৩নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। অভিযুক্ত ইব্রাহিম মীর হাতিমূড়া বাজার এলাকার রহীম মীরের ছেলে। সরেজমিনে এলাকাবাসী জানায়, ঘটনার সাথে জড়িত হাতিমূড়া জোরখাম্বা এলাকায় ১০/১২ বছর হতে মা ও ৫বছরের কন্যা সন্তান নিয়ে বসবাস করে আসছেন স্বামী পরিত্যাক্তা আমেনা। এদিন সন্ধ্যা রাতে ইব্রাহিম মীর আমেনার ঘরে প্রবেশ করলে পার্শ্ববর্তী দুলালের মা, লাবনী, মজিবরের স্ত্রীসহ আরো কয়েকজন বাইরে অপেক্ষা করে। একপর্যায়ে ইব্রাহিম মীর ঘর থেকে বের হলে এলাকাবাসী তাকে দেখে ফেলে।

 

ওই নারী আমেনা বেগম বলেন, ঘটনার দিন রাতে এলাকাবাসী আমার ঘরের বাইরে রাস্তা থেকে কাকে আটক করেছে আমি তাকে চিনিনা। আটক ব্যাক্তিকে তো আমার ঘরের ভেতরে পায় নাই। আমার ঘর হতে বের হওয়ার অভিযোগ দিলে আমি এলাকার লিডার লালটু ভাইকে বিষয়টি অবগত করেছি। অভিযুক্ত ইব্রাহিম মীর বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। পরে শুনলাম এলাকার কতিপয় ব্যাক্তি নাকি আমার নাম বলছে। এটা উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। হাফছড়ি ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ড মেম্বার ম্যারাচাথোয়াই জানান, ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করে নাই। এ বিষয়ে গুইমারা থানার হাতিমূড়া পুলিশ ক্যাম্পের এ এস আই দেলোয়ার বলেন, এ বিষয়ে আমি অবগত নই। ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায় নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top