কুলিয়ারচরে  চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এঁর বিদায় সংবর্ধনা

IMG_20240701_214700.jpg

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পরিষদের চেয়ারম্যান৷ আলহাজ্ব ইয়াছির মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১জুলাই) দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, কুলিয়ারচর পৌরসভার মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

 

কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শরীফ, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান, উপজেলা প্রকৌশলী এস.আর.এম.জি কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফরুক, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উছমানপুর ইউপি চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও

 

সাংবাদিকবৃন্দ। এসময় বক্তারা উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। অবশেষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তাকে ফুলের তোড়া, ক্রেস্ট ও উপহার দিয়ে বিদায়ী সন্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top