ইমাদুল ইসলাম , যশোর :::::: যশোরের মণিরামপুরে মঙ্গলি খাতুন পলি (৩৩) নামে তৃতীয় লিঙ্গের এক নারীকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা মোড়লপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। সরকারের জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে ঘটনাস্থলে গেছে মনিরামপুর থানা পুলিশ। নিহতের ঘাড়, হাত ও কোমরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পলি ১৩নং খানপুর ইউনিয়নের ঘুঘুদহ গ্রামের আব্দুল খালেক গাজীর মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক বছর আগে বাবার বাড়ি থেকে বেরিয়ে এসে মাছনা গ্রামের মোড়লপাড়ায় জমি কিনে বাড়ি করে সেখানে একাই থাকতেন পলি। অন্য হিজড়াদের
সঙ্গে দল বেঁধে গ্রাম ঘুরে জীবন চলতো তাঁর। পলির বাড়ি প্রাচীর ঘেরা হওয়ায় আশপাশের লোকজনের ওই বাড়িতে যাতায়াত ছিল কম। পুলিশ আরো জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাড়ি ঢুকে বারান্দায় মশারি দিয়ে ঘুমিয়ে পড়েন পলি। এরপর সকাল গড়িয়ে আবার সন্ধ্যা নামলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরে পলির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা পলিকে হত্যা করে ঘরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ছাদের দরজা দিয়ে পালিয়েছে। মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, মর্গে পাঠানোর উদ্দেশে আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা ।