নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ৩০শে জুন (রবিবার) বিকাল ৫টায় ওমরপুরহাট সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ চত্বরে নিরাপদ সড়ক চাই (নিসচা) নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন এর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সংগঠনের সিনিয়র সদস্য তানসেন আলী মন্টু, রাব্বী হোসাইন, আব্দুল মতিন, জুয়েল, আশিক, খাইরুল, শুভ, সোহান, সায়েম, জাহিদ, ফরহাদ, নাজমুল প্রমুখ। বৃক্ষরোপণকালে সংগঠনের সভাপতি জামাল হোসেন বলেন, এই বর্ষা মৌসুমে নন্দীগ্রাম উপজেলা জুড়ে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারাগাছ রোপণ করা হবে।