খন্দকার ছদরুজ্জামান, নড়াইল:::::: অদ্য ২৭ জুন/২০২৪ (বৃহস্পতিবার) ১২ঃ৩০ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশের আয়োজনে এবং ইন-সার্ভিস ট্রেনিং, ঝিনাইদহ এর সহযোগিতায় পুলিশ লাইনস্ ড্রিলসেডে ০৭ দিন মেয়াদী কনস্টেবল ও নায়েকদের ১৭ তম দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অদ্য সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়। আজ প্রশিক্ষণ সমাপনী দিনে প্রশিক্ষনার্থীরা মূল্যায়ন কোর্সে অংশগ্রহণ করে। মূল্যায়ন কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয় বলেন, “পুলিশ সদস্যদের কর্তব্যকর্মে
দক্ষতা অর্জন করানো এবং আচরণগত উন্নয়ন এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। তিনি প্রশিক্ষণার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়ে নেতিবাচক পোস্ট করার ব্যাপারে সতর্ক করেন। এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত; মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।