ছাতক প্রতিনিধিঃ অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ইসলামপুর ইউনিয়ন এর ক্ষতিগ্রস্থ ১৭০০ পরিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে জিআর এর আওতায় ১০ কেজি হারে ১৭ মে: টন চাল বিতরণ সম্পন্ন হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সুযোগ্য ইউপি চেয়ারম্যান জনাব এডভোকেট সুফি আলম সোহেল। ইউপি কমপ্লেক্স ভবন প্রাঙ্গণ, গনেশপুর পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণ, ছড়ারপার জামে মসজিদ প্রাঙ্গণ, কুছবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ, ইসলাম বাজার, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ইছামতী বাজার, রাবারডাম্প বাজার ও গাংপাড় নোয়াকুট ঘাট এই ৯ টি স্পটে চাল বিতরণ সম্পন্ন হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউপি মেম্বারবৃন্দ, ইউপি সচিব, হিসাব সহকারী, ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা, গ্রাম পুলিশ ও সাবেক মেম্বার জনাব তাজ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি হাজী সোনা মিয়া, জনাব মঈন উদ্দিন, জনাব আমির উদ্দিন, গনেশপুর পুরাতন জামে মসজিদের মুতাওয়াল্লি জনাব কামাল উদ্দিন, সীমান্তিক জনকল্যাণ সংস্থা’র সভাপতি জনাব ইলিয়াছ আলী, সহ সভাপতি জনাব সমুজ আলী,
স্থায়ী কমিটির সদস্য জনাব রমজান আলী, শিক্ষাবিদ মাওলানা রফিকুল ইসলাম, সমাজসেবী জনাব রফিকুল ইসলাম, জনাব নেকির হোসাইন , ভিশন ওয়েলফেয়ার সোসাইটি’র স্থায়ী কমিটির সদস্য মাওলানা ইব্রাহিম আলী, শিক্ষা সম্পাদক জনাব রোকন উদ্দিন, নির্বাহী সদস্য জনাব সুনু মিয়া প্রমুখ।