সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে::::: খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া সরকারি এম এ মজিদ কলেজ সংলগ্ন কুয়েত প্রবাসী আব্দুল আজিজের বাড়ির গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ১১ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দিঘলিয়া নিবাসী প্রবাসী আব্দুল আজিজের পুত্র মুজাহিদুুল ইসলাম ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার সময় প্রবাসীর বাড়ির দোতলার তার স্ত্রীর শয়ন কক্ষের গ্রীল কেটে চোর ভিতরে প্রবেশ করে। এ সময় চোর ঘরের ভিতর থাকা আলমারির তালা ভেঙ্গে ১১ থেকে ১২ ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা নিয়ে অবাধে পালিয়ে যায়। মুজাহিদুল ইসলাম এ প্রতিবেদককে আরো জানান, ঈদুল আযহার পূর্বে তার আব্বু কুয়েত থেকে ছুটিতে বাড়ি আসেন। তার আব্বু এবং
আম্মু তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘরটি ফাঁকা ছিলো। পাশের ঘরে সে ঘুমিয়েছিল। ফজরের নামাজ পড়তে উঠে সে দেখতে পায় তার ঘরের দরজা বাইরে থেকে হ্যাজবোর্ড লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যপাশ থেকে বের হয়ে তার মায়ের ঘরে ঢুকে দেখে আলমারির তালা ভাঙ্গা, ভিতরে থাকা স্বর্ণালংকার নেই। জাজিমের নীচে রাখা নগদ ১ লাখ টাকাও নেই। সকালে দিঘলিয়া থানার ওসিকে ফোন দিলে তিনি পুলিশ পাঠিয়েছিলেন। পুলিশ এসে গ্রীল কাটা জানালা, ভাঙ্গা আলমারি ও ঘরের ছবি ও ভিডিও করে নিয়ে গেছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। ইতোমধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চোর আটকের জন্য সোর্স লাগিয়েছি। আশা করি চোরাই মালামাল উদ্ধার এবং চোর আটক করতে আমরা সক্ষম হবো।