খুবিতে পবিত্র ঈদ-উল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত

IMG_20240617_140318.jpg

সাগর কুমার বাড়ই খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল আযহার নামাজের জামাত আজ ১৭ জুন (সোমবার) সকাল ৭.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে দোয়ার পূর্বে সমবেত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এ সময় তিনি সৌদি আরবে হজব্রত পালনরত উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

 

নামাজ ও খুতবা শেষে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র, আশপাশের এলাকাবাসী এবং দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিগণ নামাজ আদায় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top