বসুন্দিয়ার আরাফাত খান কে খুজে পাওয়া যাচ্ছেনা

InShot_20240616_222143845.jpg

ইমাদুল ইসলাম, যশোর ::::::  যশোর সদর উপজেলার বসুন্দিয়া নিজ বাসা থেকে আ যাওয়ার পর তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।এই ব্যাপারে নিখোঁজ আরাফাত এর পিতা মো:রাজীব হোসেন খান কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এরপর থেকে আর আরাফাত খান কে কোন সন্ধান পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজখবর নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এই ব্যাপারে ১ জুন কোতোয়ালি মডেল

 

থানায় ৪৪ নম্বর জিডি করা হয়েছে। যদি কেউ নিখোঁজ আরাফাত খান কে সন্ধান পেয়ে থাকেন তাহলে তার পিতা রাজীব হোসেন খান ব্যবহৃত নম্বর ০১৮৭৫৪৪৫৫৬১ মোবাইলে অথবা প্রসাশনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এই ব্যাপারে বসুন্দিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য ইমরান বিশ্বাস বেশ কয়েকদিন আরাফাত খান কে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top