সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে ::::: দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দিঘলিয়া এমএ মজিদ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত দৈনন্দিন সমস্যা সমাধানে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ( ১২ জুন) সকাল ১০টায় দিঘলিয়া উপজেলার দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা তথ্য সেবা অফিসার সাঈদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া
উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসন্ত মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি এস এম ওয়াহিদ মুরাদ, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, অস্থায়ী সালাহউদ্দীন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সহকারী নুসরাত জাহান ও লুৎফুন্নেছা। উল্লেখ্য মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে এ প্রকল্পের আওতায় নানামুখী সেবাসমূহ তথ্যকেন্দ্র হতে ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে বিনামূল্যে প্রদান করা হয়। এ প্রকল্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের উঠান বৈঠকের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডারসহ নানা ক্ষেত্রে কাজ করে চলেছে। তথ্য আপার এ সেবার মধ্যে রয়েছেঃ- নারীদের উন্নয়নে সরকার প্রদত্ত সকল ভাতা ও সহায়তার আবেদন প্রেরণ।
শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, শিক্ষা বৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা, বিভিন্ন প্রশিক্ষণ, চাকুরী ইত্যাদির আবেদন প্রেরণসহ ই-লার্নিং সেবা, পাবলিক পরীক্ষার ফল অবহিতকরণ। ই-মেইল, ম্যাসেঞ্জার,ভাইবার,স্কাইপি এর সাহায্যে সেবা গ্রহীতার চাহিদা অনুযায়ী সরকারি বিভিন্ন সেবা প্রদানকারী কর্মকর্তার সাথে যোগাযোগে সহায়তাকরণ। উঠান বৈঠকে নারী নির্যাতন দমন,বাল্যবিবাহ, ইভটিজিং, ফতোয়া, বিভিন্ন কুসংস্কার এবং নারীদের জীবন ও জীবীকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ। নির্যাতনের শিকার নারীদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, পুলিশ স্টেশন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সাথে যোগাযোগ স্থাপনে সহায়তাকরণ। মহিলাদের ডায়াবেটিস, রক্তচাপ, ওজন,উচ্চতা, তাপমাত্রা,রক্তে অক্সিজেনের পরিমাণ পরীক্ষাসহ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের এককালীন অনুদানের আবেদন প্রেরণ ও ভ্যাক্সিনের নিবন্ধন। গ্রামীণ নারীদের উৎপাদিত ও সংগৃহীত বিবিধ পণ্য বিক্রয়ের জন্য www.laalsobuj. মার্কেটপ্লেস পরিচালনা করা।