দিঘলিয়ায় উপজেলা তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

InShot_20240612_132756427.jpg

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকেঃ দিঘলিয়া উপজেলার সেনহাটিতে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত দৈনন্দিন সমস্যা সমাধানে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ( ১১ জুন) বিকাল সাড়ে ৩টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরে উপজেলা তথ্য সেবা অফিসার সাঈদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সমাজ সেবা অফিসার সোহাগ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি এস এম ওয়াহিদ মুরাদ, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সহকারী নুসরাত জাহান ও লুৎফুন্নেছা। উল্লেখ্য মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে এ প্রকল্পের আওতায় নানামুখী সেবাসমূহ তথ্যকেন্দ্র হতে ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে বিনামূল্যে প্রদান করা হয়। এ প্রকল্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের উঠান বৈঠকের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডারসহ নানা ক্ষেত্রে কাজ করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top