খানজাহান আলী থানা প্রতিনিধিঃ ফুলবাড়ীগেট তেলিগাতী বাইপাসের বিএম কলেজ সংলগ্নে বালুর মাঠে সপ্তাহব্যাপি ৮তম কোরবানীর পশুর হাটের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১০ জুন সোমবার আছরবাদ ফিতা কেটে এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপি এ পশুর হাটের শুভ উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলার চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, প্রফেসর ড. নিজাম উদ্দিন, দিঘলিয়া উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান নাসরিন আক্তার হিরা, জেলা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম বাবু, সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, খানজাহান আলী থানা
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইউসুফ আলী খলিফা, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ. ম লিয়াকত আলী,ওয়েভ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সরদার আল মাসুদ লিটন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এফ এম জাহিদ হাসান জাকির। সাবেক ্ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা হোসেন আলী হাওলাদারের সঞ্চালনায় উদ্বোদন অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, জি এম এনামুল কবির, শেখ আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, শাহ হাফিজুর রহমান, শ্রমিক লীগ নেতা বায়জিদ সরদার। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি হুমাউন কবির হুসাইনী। এ সময় বীর মুক্তিযোদ্ধা স.ম বাবর
আলী, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর গফফার মোড়ল, আ. রউফ, ৩৪নং ওয়ার্ড আ’লীগ নেতা গাজী সুমন, ইউপি সদস্য মাহফুজা বেগম, হাফিজা বেগম, শাহারা জলি খানম, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, ব্যাংকার জাহিদ ইকবাল, সাবেক মেম্বর মোস্তাফিজুর রহমান, সরদার শহিদুল ইসলাম, মনির হোসেন, আলামিনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাট পরিচালনা কমিটি জানিয়েছেন হাটের সর্বস্থরের মানুষ এবং ক্রেতা-বিক্রেতাদের বিশেষ নিরাপত্তায় সম্পুর্ন হাট এলাকায় সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা বেষ্টুনী থাকছে, জালনোট সনাক্তকরণ মেশিন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, পুলিশ এবং র্যাবের সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তাসহ বিশেষ সুবিধা থাকছে। উদ্বোধনী দিন থেকে এ হাট আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আযহার দিন পর্যন্ত এ কোরবানীর পশুর হাট চলবে।