সাগর কুমার বাড়ই , খুলনা // ৯ ই জুন ~ ২০২৪ ইং রবিবার খুলনা জেলার তেরখাদা উপজেলার আওয়াতাধীন হাড়িখালী শহীদ পুর খাঁন এ সবুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় ছেলেরা ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রাঘাতে ৪ জন আহত সহ ১ জনের মৃত্যুর ঘটনা ঘটে । স্থানীয় সুত্রে জানা যায় , গত কাল রবিবার বিকাল আনুমানিক ৬ টার দিকে আকাশের পূর্ব ও উত্তর কোণে মেঘের ঘনঘটা লক্ষ করা যায় । ফুটবল খেলা চলা কালীন সময়ে হঠাৎ আকস্মিক বজ্রপাতের সৃষ্টির পূর্ব থেকেই সিমান্ত ( ১৫ ) নামের একটি ছেলে মাঠের পাশে বাই সাইকেল নিয়ে একটি আম গাছের নীচে অবস্থান করছিলো ।
আকস্মিক বজ্রাঘাতের ফলে সিমান্তর ঐ স্থানে মৃত্যু ঘটে । এ ছাড়াও মাঠে ফুটবল খেলায় অংশ গ্রহনকারীদের মধ্যে আরো ৪ থেক ৫ জন বজ্রাঘাতে গুরুত্বর আহত হয় । আহতদের দ্রত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সুত্রে আরো জানা যায় , হাড়িখালী গ্রামের খোকন ডাক্তারের ভাই ফারুকের এক মাত্র ছেলে সিমান্ত ( ১৫ ) বজ্রাঘাতে মৃত্যু হয় । সিমান্ত দশম শ্রেনীর মেধাবী ছাত্র ছিল । সিমান্তের অকাল মৃত্যুতে ডা: পরিবার সহ হাড়িখালী এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে ।