তীব্র তাপ প্রবাহে প্রাণীসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ক জনসচেতনা মূলক সভা

IMG_20240610_163110.jpg

সাগর কুমার বাড়ই , খুলনা // ১০ ই জুন ~২০২৪ ইং সোমবার সকাল ১০ টায় খুলনার তেরখাদা উপজেলার কাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে তেরখাদা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল তেরখাদা খুলনার আয়োজনে তীব্র তাপ প্রবাহে প্রাণী সম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ক জনসচেনতা মূলক সভা ও প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃমিনাশক ঔষধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । গবাদি পশু যেমন গরু বাছুর , ছাগল , হাঁস মুরগী সহ বিভিন্ন প্রজাতির পশু পাখির চিকিৎসা , ফ্রি ঔষধ ও জনসচেনতামূলক পরামর্শ দেওয়া হয় । তেরখাদা উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন ডা: মো: ফারুক হোসেন ( বিসিএস প্রাণী সম্পদ ) এর নেতৃত্বে একটি বিশেষ টিম

 

কাগদী সরকারী প্রথমিক বিদ্যালয় চত্বরে ক্যাম্পেইন করে কাগদী , নেবুদিয়া , হাড়িখালী নলামারা সহ আবনালীর কিছু সংখ্যক গ্রামের সাধারণ জনগণের মাঝে জনসচেতনামূলক সভা , চিকিৎসা সেবা , ফ্রি ঔষধ , বিভিন্ন পরামর্শ প্রদান করেন । এসময় উপস্থিত ছিলেন ডা: মো: কেসমতশেখ ( S A L O ) , ডা: শেখ মাসুদুর রহমান ( A . I .T ) , মো: লিমন হোসেন , মোসা: মোরর্শেদা খানম ( L . S . P ) , পশু চিকিৎসক মো: সাজ্জাদুল , গ্রাম্য পশু চিকিৎসক সৌতি মজুমদার , গ্রাম্য পশু চিকিৎসক স্বজল বিশ্বাস সহ আরো অনেকে । বর্তমান সরকার জনকল্যান মূলক কর্ম কান্ডে গুরুত্ব সঙ্গে সঙ্গে গবাদি পশু পাখির উপর বিষেশ গুরুত্ব দিয়েছেন । তার ই সুত্র ধরে বাংলার প্রতিটি উপজেলার ন্যায় তেরখাদা উপজেলায় প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতালের কর্মকর্তা বৃন্দ ক্যাম্পেইনের মাধ্যমে গবাদি পশুর চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ সামগ্রী বিতরণ করেন । যাতে গবাদি পশু পাখির মৃত্যুর ঝুকি রোধ হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top