দিঘলিয়ায় সাসটেইনেবল কোষ্টার এ্যান্ড ফিশারীজ প্রকল্প শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

IMG_20240604_182000-scaled.jpg

সৈয়দ জাহিদুজ্জামান  ::::  দিঘলিয়ায় সাসটেইনেবল কোষ্টার এ্যান্ড ফিশারীজ প্রকল্পের আওতায় Good Aquaculture Practice in Cluster Management (Shrime) শীর্ষক কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দিঘলিয়া এর কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক বিশ্বজিৎ বৈরাগী। এ কর্মশালায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দিঘলিয়া মোঃ মঞ্জুরুল ইসলাম দিঘলিয়া উপজেলা চিংড়ি চাষের অগ্রগতি ও সমস্যা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য সকলের উদ্দেশ্যে তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদেের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দিঘলিয়া উপজেলা প্রাণি সম্পদ অফিসার

 

ডাঃ মোঃ ফজলুল করিম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তারিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামসুন নাহার, উপজেলা মেরীন এ্যান্ড ফিসারীজ কর্মকর্তা বিদ্যুৎ বিশ্বাস, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার ফাহিমা নাসরীন, উপজেলা সহকারী মৎস্য অফিসার মোঃ মহাসিন দিঘলিয়া উপজেলা মসজিদের ইমাম মাও আব্দুল্লাহ সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, শেখ রবিউল ইসলাম, অস্থায়ী সালাহ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য দিঘলিয়া উপজেলার ১১ টা ক্লাস্টারের সদস্য চিংড়ি চাষিরা এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top