খানজাহান আলী থানা প্রতিনিধি : সর্বজনীন পেনশন স্কীম বিধিমালা-২০২৩ এর প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ^বিদ্যালয়সমুহের নাম প্রত্যাহারের দাবিতে কুয়েটে মানববন্ধন, মৌন মিছিলসহ বিভিন্ন কর্মসুচি পালিত। কুয়েট অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি এবং কর্মচারী সমিতির যৌথ আয়োজনে গতকাল ৪ জুন মঙ্গলবার সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে মানববন্ধন পরবর্তি সকলের উপস্থিতিতে মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মৌন মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। কুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌঃ মোঃ আসলাম পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌঃ রুহুল আমিন ও যুগ্ন সাধারন সম্পাদক রুমেন রায়হানের যৌথ সঞ্চালনায় কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক
সমিতির সাবেক সভাপতি ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. হেলাল আন নাহিয়ান। মানববন্ধনে বক্তৃতা করেন বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রকৌঃ মোঃ আনিছুর রহমান ভূঞা, প্রকল্প পরিচালক প্রকৌঃ জুলফিকার হোসেন জুয়েল, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ, কম্প্রোট্রলার মোঃ মনিরুল হক খান, অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান. কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামান, সাধারন সম্পাদক মোঃ আহসান হাবিব, কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার, সাবেক সভাপতি মোঃ ইমদাদ মোড়ল, সাবেক সভাপতি মোঃ মামুনুর রশিদ জুয়েল, সমিতির সহ-সভাপতি আসাদুজ্জামান মোড়ল, সাংগঠনিক সম্পাদক স¤্রাট কাজী। মানববন্ধ ও সমাবেশে বক্তারা সম্প্রতি অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত সর্বজনীন পেনশন বিধিমালায় পাবলিক বিশ^বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে বৈষম্যমূলক প্রজ্ঞাপন জারীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা
গড়ার কাংখিত লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি মহল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিশৃংখল পরিবেশ সৃষ্টি করে ভিন্ন দিকে প্রভাবিত করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। মানববন্ধনে বক্তারা প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ^বিদ্যালয়ের নাম প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর স-ুদৃষ্টি কামনা করে আকুল আবেদন জানায় ।’’ কর্মসুচিতে বিশ^বিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের, কর্মকর্তা সমিতির এবং কর্মচারী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। অপরদিকে একই দাবিতে বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতি সকাল ১১টা থেকে বেলা ১২ পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি পালন করেন। উল্লেখ্য সর্বজনীন পেনশন স্কীম বিধিমালা-২০২৩ এর প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ^বিদ্যালয়সমুহের নাম প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন দেশের পাবলিক বিশ^বিদ্যালয় সমুহের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন এবং কর্মচারী সমিতি কেন্দ্রীয় ফেডারেশনের আহবানে বিভিন্ন আন্দোলন কর্মসুচি পালন করে আসছে।