রবিউল ইসলাম, নলডাঙ্গা নাটোর::::: নাটোরের নলডাঙ্গা উপজেলার ১নং ব্রক্ষপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ৩০মে)বিকেল ৩ টার দিকে উপজেলার ব্রক্ষপুর ইউনিয়ন পরিষদের সর্বমোট ৬৮ লাখ ২৪ হাজার ০১৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ইউনিয়ন সচিব নজমুল ইসলামের সঞ্চালনায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান মিঠু
সভাপতি হিসেবে বাজেট ঘোষণা করেন। বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৬৬ লাখ ৮১হাজার ৫৫৭ টাকা ও উদ্বৃত্ত ধরা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৬৭ টাকা উন্মুক্ত বাজেট সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সচিব দুলাল হোসেন ,ইউপি সদস্য শাহ্ আলম, সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা ওসমান আলী,আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী সহ প্রমুখ।