সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে উত্তর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালিয়ের প্রাচীন আকাশ মনি বৃক্ষ উপড়ে বিদ্যালয়ের ভবন ১৫ ফুট ছেচড়ে গিয়ে মধ্যবর্তী শর্ট কলাম বিধ্বস্ত করে এবং ছাদের কার্ণিশ ঝুলিয়ে দিয়ে ভবনের কার্ণিশে গিয়ে থেমেছে। ১২ ফুট বাই সাড়ে পাঁচ ফুট মূল বৃক্ষের ডাল পালা আরো বিশ পঁচিশ ফুট ভবনের উপর। বৃক্ষটির গোড়া পুরোটা আলগা হয়ে আছে। বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপড়ে পড়া গাছটির ১০ ফুট দুরেই ১১০০০ কেভি বৈদ্যুতিক তার। ফিরতি পুব বাতাসে গাছটি ১১০০০ কেভিতে পড়লে আগুন ধরে ক্ষতির সম্ভাবনা। এ ছাড়া বিদ্যালয়ের ১ টি মোটর, ২৪ টি ফ্যান জ্বলে যাবার ঝুৃৃৃঁকি রয়েছে। শিশুদের জন্য ঝুঁকিতো রয়েছেই, সার্ভিস তারসহ ওয়ারিং
তার ও জ্বলে যেতে পারে এমন একটা অবস্থা। এদিকে গাছটির ডালপালা কেটে অপসারন না করলে শর্ট কলামের বিধ্বস্ত অংশের ভেতর দিয়ে পানি প্রবেশ করে ছাদ নষ্ট হয়ে যাবে। আবার বৃক্ষ মোড় দিয়ে নীচে পড়ে গেলে শিক্ষার্থীদের জীবন হানীর কারণ হতে পারে।
রিমেলের ক্ষয়-ক্ষতির বিবরণ জানাতে উপজেলা শিক্ষা অফিসারের নিকট বিষয়টি অবহিত করি। তিনি বৃক্ষ অপসারনের জন্য আবেদন করতে বলেন। একই সঙ্গে ম্যানেজিং কমিটির রেজুলেশনের কথা বলেন। ইউ পি সদস্য ও ভারপ্রাপ্ত সভাপতি আওরংগজেব মোড়ল সভায় সভাপতিত্ব করেন।
সন্ধ্যায় বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহগীর হোসেন পাভেলের সঙ্গে পরামর্শ গ্রহণ করি। তিনি ঘটনার গুরুত্ব গভীর ভাবে পর্যবেক্ষণ করে সমাধান সূচক দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আপাতত ভবন হতে বৃক্ষ অপসারণ করে সরকারি সিদ্ধান্ত গ্রহণের অপেক্ষায় থাকতে বলেন।
দিঘলিয়া উপজেলার বারাকপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন এ প্রতিবেদককে জানান, সারাদিনের পরিশ্রান্তি প্রশান্তিতে রূপ নেয়। আমি গাছের ডালপালা কেটে অপসারণ করে বিদ্যালয় ভবন, বিদ্যালয়ের মালামাল সংরক্ষণ ও শিশুদের নিরাপত্তা বিধান করেছি মাত্র। এবং ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ও বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল ও দিঘলিয়া উপজেলা শিক্ষা অফিসার এর সাথে পরামর্শ করে বিদ্যালয়ের নিরাপত্তা
বিধান করা হয়েছে। গাছটি পুরাপুরি অপসারণের জন্য সরকারি বিধি অনুযায়ী উর্ধতন কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি প্রাথমিক কর্মকান্ডে দিক নির্দেশনা ও বিদ্যালয় ও বিদ্যালয়ের শিশুদের নিরাপত্তা বিধানে সার্বিক সহযোগিতার জন্য বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল ও বারাকপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।