সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে::: দিঘলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৪ – ২০২৫ অর্থ বছরের বাজেট সভা গত সোমবার সকাল ১১টায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বাজেট সভায় ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল আগামী ২০২৪ -২৫ অর্থ বছরের ৫ কোটি ১৮ লাখ ৬৬ হাজার ৭৩২ টাকার বাজেট ঘোষণা করেন । ইউপি সচিব আনসার আলী বিশ্বাস ও সাবেক ইউপি সচিব মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বাজেট সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার
খান মাসুম বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী রিয়াজ কচি, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সাহাদাৎ হোসেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, মাওলানা মুজিবুর রহমান। দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ গুলশানারা, মোঃ হাফিজুর রহমান, ইউপি সদস্য মোঃ নাজমুল হোসেন, মোঃ হাফিজুর রহমান, খান আরিফুল ইসলাম, বিপ্লব হোসেন, মোঃ আকতার হোসেন, মোঃ রানা শেখ, মোঃ আজিজুর রহমান, মহিলা ইউপি সদস্য সালেহা বেগম, পাখি
বেগম, রুপা বেগম, মকবুল হোসেন, ইসরাইল হোসেন, শিল্পী বেগম, লিয়া খাতুন, মামুন শেখ সহ সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেট সভায় সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে বাজেট ইউনিয়ন বাসীর উপস্থিতিতে প্রকাশ করা হয়েছে। গ্রাম হবে শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। সরকারের উন্নয়ন বরাদ্দের টাকা সঠিক ব্যবহারের জন্য ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।