সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে ::::: দিঘলিয়া উপজেলার সুগন্ধী গ্রামে ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে দিঘলিয়া টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ। এ জনপদে প্রতিষ্ঠানটি নির্মিত হলে এ অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটবে। দিঘলিয়া উপজেলার সুগন্ধী গ্রামে ৩ একর জমির ওপর এ প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ শুরু হয়েছে। মেসার্স এসই এ্যান্ড এমএএস জেভি নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ৫ তলা একাডেমিক কাম ওয়ার্কশপ ও ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছে। এ প্রতিষ্ঠানটি চুক্তিপত্র অনুযায়ী ২০২০ সালের মার্চ মাসে অর্থাৎ ৭২০ দিনের মধ্যে একাডেমিক ভবন ওয়ার্কশপ ও প্রশাসনিক ভবনের কাজ শেষ করতে হবে। ইতোমধ্যে
ঠিকাদারী প্রতিষ্ঠান টেস্ট পাইলের লোড টেস্টের কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটির সীমানা প্রাচীর ও প্রধান ফটকের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮ লাখ ২৬ হাজার টাকা। খুলনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকার সারা দেশে উপজেলা পর্যায়ে এ জাতীয় আরও ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এবং কলেজ স্থাপন (২য় পর্যায়) শীর্ষক একটি প্রকল্প হাতে নেয়। যে কাজ ২০২০ সালের ২১ জানুয়ারী জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় অনুমোদন পায়। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ২০ হাজার ৫২৫ কোটি ৬৯ লাখ টাকা। দিঘলিয়া উপজেলার সুগন্ধী গ্রামে নির্মাণাধীন দিঘলিয়া টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে দেখতে গত ১৩ মে পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলরাম কুমার মন্ডল, নির্বাহী প্রকৌশলী মু. মুস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী জুলফিকার আলী, জিল্লুর রহমান, প্রকল্পের পিএম ঠিকাদারী প্রতিস্ঠানের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।