সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয় খুলনা থেকে:::: দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নতুন পাড়ার রাস্তাটি ভেঙ্গে পড়েছে। রাস্তাটির ১০০ গজ লোক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নতুনপাড়া নূর জামে মসজিদে যাতায়াতের রাস্তাটি পুকুর পাড়ে হওয়ায় পুকুর পাড়ে পাইলিং না থাকার কারণে বর্ষা মৌসুমে ভেংঙ্গে যায়। মসজিদে মুসল্লিদের যাতায়াতের সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় মুসল্লিদের
দুর্ঘটনার কবলে পড়তে হয়। এলাকাবাসীর দাবি রাস্তাটির এ বেহাল অবস্থা দেখার মত কেউ নেই। মুক্তিযোদ্ধা ইসহাক বলেন, এলাকার সকল মানুষ এই রাস্তাটি ব্যবহার করেন। রাস্তাটি ১০ ফুট চওড়া থাকলেও বর্তমানে ভেঙে দুই ফুট মত আছে। আশু রাস্তাটি সংস্কার করা এলাকার ভুক্তভোগী মহলের সংশ্লিষ্টদের নিকট জোর দাবী।