মোরেলগঞ্জে কম্বাইন হারভেস্টর ধানকাটা মেশিন পেলেন ৫ কৃষক

তারিকুল ইসলাম মিনা মোরেলগঞ্জ,(বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ধানকাটা, মাড়াই, সারাই ও প্যাকেটজাত করণ কম্বাইন হারভেস্টর ৫টি মেশিন সরকারি ৭০% ভর্তূকী মূল্যে পেলেন ৫ কৃষক।
রোববার বিকেলে এ হারভেস্টর মেশিন আনুষ্ঠানিক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ, এম বদিউজ্জামান সোহাগ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যন্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তূকী মূল্যে ৫টি মেশিন ১ কোটি ৬০ লাখ টাকা ব্যায়ের সুবিধাভোগী কৃষক মো. জাকির হোসেন, খলিলুর রহমান, লাভলী ইসলাম, নুরুন্নবী ও

সবুর তালুকদার ১০ লাখ করে জমা প্রদান করলে প্রতিটি মেশিনের বাকী ২২ লাখ টাকা সরকার ভতর্ূকী দিয়ে আধুনিক এ ধানকাটা হারভেস্টার মেশিন ও  চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেন কৃষকদের মাঝে। এ উপলক্ষে বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস,এম তারেক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আকাশ বৈরাগী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)

মো. বদরুদ্দোজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এমদাদুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, কৃষি সম্প্রসারণ অফিসার তাসলিম হাসান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য সেলিমাবাদ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মাহফুজুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা টোকেন ভৌমিকসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top