নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১৭ ই মে সন্ধ্যা ৬টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি’র সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, শফিউল আলম ছবি, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।