মোরেলগঞ্জে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের স্মরণ সভা অনুষ্ঠিত

তারিকুল ইসলাম মিনা মোরেলগঞ্জ বাগেরহাটঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ সদ্য প্রায়াত মো. শাহাবুদ্দিন তালুকদারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বৃহস্পতিবার বিকেল মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বাদুরতলা চৌদ্দঘর তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে ওই ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদারের রুহের মাগফেরাত কামনায় এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান। ক্লাবের সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন তালুকদারের পরিচালনায় বক্তৃতা করেন মহিলা আওয়ামী লীগ নেত্রী আজমিন নাহার, বিএনপি নেতা শিকদার ফরিদুল ইসলাম, মরহুমের একমাত্র ছেলে আ্যডভোকেট মো. মাহমুদুল হাসান শুভ আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ শেখ,ছাত্রলীগ নেতা মোঃ জহির শেখ প্রমুখ।
সভাশেষে তরুণ সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের রুহের মাগফেরাত কামানায় দোয়া মোবাজাত ও তবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. ইউনুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top