কুয়েটে সদ্য যোগদানকৃত ডীন প্রফেসর কাজী সাজ্জাদ হোসেনের পদত্যাগ

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ কুয়েটের সাবেক ভাইস- চ্যান্সেলর ও পুরকৌশল অনুষদের সদ্য যোগদানকৃত ডীন প্রফেসর কাজী সাজ্জাদ হোসেন ১৬ ই মে পদত্যাগ করেছেন যার (স্মারক নং-খুপ্রবি/৩২৯৮/৬০, তারিখঃ ১৬.০৫.২০২৪ ইং)। বিশ্ববিদ্যালয় অফিসাদেশ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্মারক নং- খুপ্রবি/২৯৬৭/৫০, তাং- ২৩/০৪/২০২৪ ইং মোতাবেক সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন হিসাবে প্রফেসর কাজী সাজ্জাদ হোসেন গত ২৪.০৪.২০২৪ ইং তারিখে যোগদান করেছিলেন। কিন্তু গত ৫ই মে তারিখে সাধারণ শিক্ষার্থী কর্তৃক কুয়েটের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর কাজী সাজ্জাদ হোসেন এর বিরুদ্ধে

আনীত কিছু অভিযোগ সম্মলিত দাবীর সমন্বয়ে একটি স্মারক লিপি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জ্ন হালদার এর নিকট
প্রদান করেন। তার পর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ও ক্যাম্পাসে এ নিয়ে আলোচনা সৃষ্টি হয়। ছাত্র-ছাত্রীদের দাবী সমূহঃ ১.তাঁর প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে, উপাচার্যের দায়িত্ব পালন কালে অনেক শিক্ষার্থীরা তাঁর ব্যাক্তিগত আক্রমনের শিকার হয়েছেন, ভয় ভীতি দেখিয়েছেন, পরীক্ষায় বসতে না দেবার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন। ২.সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর কাজী সাজ্জাদ হোসেন উপাচার্যের দায়িত্ব পালন পরবর্তী, বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত কোনো জাতীয় দিবসে উপস্থিত

হননি, যেটি তাঁর জাতীয়তাবোধের অনুপস্থিতি বলে ছাত্র-ছাত্রীরা দাবী করেন। ৩. উপাচার্যের দায়িত্ব পালন কালে বেশ কিছু অনিয়ম এবং দূর্নীতি হয়েছে, যেখানে তাঁর সরাসরি মদদ রয়েছে বলে অভিযোগ আনেন। ৪. ⁠উপাচার্যের দায়িত্ব পালনকালীন সময়ে সকল অনিয়ম, দূর্নীতি এবং স্বেচ্ছাচারীতার প্রমান সমূহ সংগ্রহ করে তদন্ত কমিটি করার দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top