সাঘাটার বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

 সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি )মনোরঞ্জন বর্মনের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এতে ৯ জন ইউপি সদস্য ও ৩ জন সংরক্ষিত ইউপি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনাস্থা প্রস্তাবের পক্ষে ৯ ভোট,অনাস্থা প্রস্তাবের

 

বিপক্ষে ৩ ভোট প্রাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন,বোনার পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের প্রতিনিধি এস আই আলম বাদশা,ইউপি সচিব আবদুল মোতালেব আকন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপনের বিরুদ্ধে ইউপির ৯ জন সদস্য বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top