খানজাহান আলী থানা প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলা ও ফুলতল্ াউপজেলা শাখার সভাপতি সাংবাদিক মিয়া বদরুল আলম মনুর অস্ত্রপাচার সফল হয়েছে। সাংবাদিক মিয়া বদরুল আলম গুরুতর অসু¯’ হয়ে হাসপাতালে ভর্তি করা হলে ১০ মে শুক্রবার বিকালে তার ওপেন সার্জারী করা হয়। পিত্তথলিতে পাথর, উ”চরক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে খুলনার একটি হাসপাতালে তিনি ভর্তি হন, বর্তমানে তিনি কিছুটা সু¯’ আছেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন। পরিবার সুত্রে জানাগেছে, সাংবাদিক মিয়া বদরুল আলম বেশ কিছুদিন অসু¯’ হয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে বাড়ীতে অব¯’ান করছিলেন। সম্প্রতি তার শারিরিক অব¯’ার অবনতি হলে ডাক্তার তার শরিরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে পিত্তথলিতে পাথর ধরা পড়ার কথা জানান। ডাক্তারের পরামর্শ মতো গত ১০ মে খুলনার একটি বেসরকারি হাসপাতালে
প্রফেসর আব্দুস সালামের তত্ত¡াবধনে ওপেন সার্জারীর করা হয়, বর্তমানে তিনি কিছুটা সু¯’ আছে। পরিবারের পক্ষ থেকে সাংবাদিক মিয়া বদরুল আলমের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। অসু¯’ মিয়া বদরুল আলম মনু বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলা ও ফুলতল্ াউপজেলা শাখার সভাপতি। তিনি দৈনিক নওয়াপাড়া পত্রিকার খানজাহান আলী থানা প্রতিনিধি, জাতীয় দৈনিক অগ্নিশিখা পত্রিকার খুলনা ব্যুরোচীফ হিসাবে কাজ করেন। এছাড়া তিনি শিরোমণি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠনসহ সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন।