মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল না করায় তিনিই উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছেন। নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা অনুযায়ী গত ৯ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চেয়ারম্যান পদে আবুল হোসেন লিটন ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা পরিষদ
নির্বাচন-২০২৪ এর সহকারী রিটার্নিং অফিসার ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। আবুল হোসেন লিটন কুলিয়ারচরের বিশিষ্ট শিল্পপতি মরহুম আলহাজ্ব কাঞ্চন মিয়ার সুযোগ্য সন্তান, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রধান উপদেষ্টা সিআইপি মরহুম আলহাজ্ব মো. মুছা মিয়া ও কুলিয়ারচর পৌরসভার প্রয়াত মেয়র আবু হাসান কাজলের আপন ছোট ভাই এবং কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান এর চাচা। এলাকাবাসী জানান, মনোনয়নপত্র বৈধ হলে আবুল হোসেন লিটন কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পথে। এখন শুধু বেসরকারি ভাবে ঘোষণার বাকী মাত্র। এছাড়া এ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আনিসুর রহমান খাঁন মনোনয়নপত্র দাখিল করেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-অর্থ সম্পাদক সাঈদা খানম মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুর্শিদ উদ্দিন আহমেদ এর সহধর্মিণী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. লিপি আক্তার এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গনি মিয়া’র পুত্রবধু ও কুলিয়ারচর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মোছা. রহিমা আক্তার মনোনয়নপত্র দাখিল করেন।