নন্দীগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খাবার খাবো পুষ্টি গুণে” এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে ৯ই মে (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল)-এ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মুহাম্মদ তোফাজ্জল হোসেন মন্ডল এর সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার

 

ডা.মো: ইকবাল মাহমুদ লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রেজাউল আশরাফ জিন্নাহ। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: গাজিউল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, ডা. সামিউল হক, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ আলী, মিড ওয়াইফ জাকিয়া জান্নাতি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top