মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,:::: খুলনার বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বোরো ধানের সমলয়ে চাষাবাদ এর আওতায় যন্ত্রের মাধ্যমে ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিতি। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমান’র সভাপতিত্বে স্থানীয় বসুরাবাদ এলাকায় অনুষ্ঠিত হয় । কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদুজ্জামান’র সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু বকর সিদ্দিকের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সমাবেশে প্রধান
অতিথি ছিলেন খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ । বিশেষ অতিথি ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী দীপংকর বালা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ – সহকারী কৃষি অফিসার যথাক্রমে দীপন কুমার হালদার, জীবনানন্দ রায়, আঃ হাই খান,কমলেশ বালা সহ সমলয়ের কৃষক ও কৃষাণীরা।