খুলনায় দেড় ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড জনজীবনে স্বস্তি

সৈয়দ জাহিদুজ্জামানঃ অবশেষে খুলনার মানুষের জীবনে একটু স্বস্তি ফেরাতে বৃষ্টি ঝরলো। বৃষ্টির সঙ্গে ছিল হালকা দমকা হাওয়া ও বজ্রপাত। খুলনাতে হালকা মাঝারি ও মুষলধারায় দেড় ঘণ্টা ধরে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫২ মিলিমিটার। সোমবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, খুলনায় বেশ কয়েক দিনের টানা তীব্র তাপপ্রবাহের পর মানুষের স্বস্তির বৃষ্টি হয়েছে। শুধু মানুষের নয়, জীবকূলের সকল সৃষ্টির জীবনে নেমে এসেছে পরম তৃপ্তি ও স্বস্তি। সন্ধ্যা সাড়ে ৬টায় বৃষ্টি শুরু হয় এবং রাত ৮টায় শেষ হয়। টানা দেড় ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কয়েকদিনে অসহনীয় টানা তীব্র তাপদাহের পর বৃষ্টি হওয়ায় অনেক মানুষই ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। কেউবা দৌঁড়ে ওঠেন ছাদে। প্রাণভরে গোছল

 

করেন বৃষ্টির পানিতে। কবি সাহিত্যিকের বৃষ্টি নিয়ে লেখা সব কবিতা গল্প যেন আজ মানুষের বাস্তব জীবনের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল দেড় ঘন্টার টানা বৃষ্টি ভেজা মুহূর্তে। আকাঙ্ক্ষিত বৃষ্টিতে মন-প্রাণ জুড়িয়েছেন গোটা খুলনাবাসী। যদিও হঠাৎ ঝড়-বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। টানা বৃষ্টিতে খুলনা শহরের বিভিন্ন রাস্তা-ঘাটসহ নিচু এলাকাগুলো মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যায়। চারদিকে সৃষ্টি হয় জলাবদ্ধতা। উল্লেখ্য গত ১ মে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২৯ এপ্রিল খুলনায় গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও দেখা মিলছিল না খুলনায়। অবশেষে স্বস্তির বৃষ্টি নেমে এলো সোমবার সন্ধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top