টাঙ্গাইলের মধুপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

 আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল ::  টাঙ্গাইলের মধুপুরে কারিতাস আলোক-৩ প্রকল্প মধুপুর উপজেলা, ময়মনসিংহ অঞ্চল এর আয়োজনে সোমবার ৬ মে জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় হল রুমে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক ক্যাম্পেইন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল, অর্থনৈতিক উন্নয়নই বর্তমানে পরিবেশ দুষনের একমাত্র কারণ। এর পক্ষে অবস্থান করেন পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদয়ালয় এর ছাত্র ছাত্রীরা এবং বিপক্ষে অবস্থান করেন জলছত্র কর্পোখ্রীষ্টি উচ্চ বিদয়ালয় এর ছাত্র ছাত্রীরা। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদয়ালয় এর ছাত্র ছাত্রীগন, রানার্স আপ হয়েছেন জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদয়ালয়ের ছাত্র ছাত্রীরা। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদয়ালয়ের প্রাপ্তি রেমা।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিজিএমের সভাপতি মি.অজয় এ মৃ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সি. সুষমা কস্তা সিএসসি ,পীরগাছা উচ্চ বিদয়ালয়ের সহকারী শিক্ষক কোহেলী সিমসাং,। কারিতাস আলোক-৩ প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের কৃষি অফিসার মিস এনা নকরেক। বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি ইউজিন নকরেক, মি মার্টিন মিহির মৃ সভাপতি পীরগাছা থাংআনী কোওপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি, মি বাধন চিরান ফোকাল পার্সন আলোক-৩ প্রকল্প কারিতাস ময়মনসিংহ অঞ্চল। মডারেটর এর দায়িত্ব পালন করেন মি প্রনাথ মৃ ভাইস চেয়ারম্যান পীরগাছা ধর্মপল্লী। অনুষ্ঠানটি উপস্থাপন করেন কারিতাস আলোক-৩ প্রকল্প ফিল্ড অফিসার মিসেস সূচনা রুরাম। প্রতিযোগিতা অনষ্ঠানে উপস্থিত ছিলেন জলছএ পীরগাছা উচ্চ বিদয়ালয় এর সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ছাত্র ছাত্রী ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top