ইমাদুল ইসলাম, যশোর :::: ঝিকরগাছায় দুইজন প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার দিল স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন। স্থানীয় বিএম হাই স্কুল সংলগ্ন পেন ফাউন্ডেশনের নিজেস্ব কার্যালয়ে এক আলোচনা সভা শেষে এ হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকার যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) প্রিয়সিন্ধু তালুকদার। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে বিশেষ
অতিথি ছিলেন, যশোর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শাহীদুল ইসলাম, সহকারী পরিচালক সেলিমুজ্জামান, ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অফিসার আরব আলী ও রেজাউল ইসলাম সহ আরও অনেকে।