সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে::::: খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আতাই নদীর হাজীগ্রাম বেলেঘাট, কোলা, আড়ুয়া আবালগাতী এলাকায় একদল কুমিরের অস্তিত্ব লক্ষ করা গেছে। কখনও চুপচাপ আবার কখনও মাঝ নদীতে সাঁতার কাটতে দেখা যাচ্ছে বড় মাপের এ কুমিরগুলোকে। ধারণা সুন্দরবন এলাকার নদী ছেড়ে উজানে আসতে শুরু করেছে কুমির। নদী কূলের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার লোকজনকে সচেতন ও সাবধান করতে মাইকিং করা হচ্ছে। পত্যক্ষদর্শী ও হাজীগ্রাম নিবাসী সেনহাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আকবর হোসেন এ প্রতিবেদককে জানান, অনেকগুলো কুমির নদী বেয়ে আতাই নদীতে এসেছে। এলাকাবাসী আতাই নদীতে অনেকগুলো কুমিব দেখেছে।
বিকালে কুমির ভাসতে দেখা যায়। মাইকিং করে এলাকাাসীকে সতর্ক করা হয়েছে। সূত্রে জানা যায়, বাংলাদেশের সুন্দরবন এলাকার নদীগুলোতে কুমিরের বসবাস। বর্তমানে দিঘলিয়া উপজেলার নদীগুলোতে কুমির ছড়িয়ে পড়েছে। এ উপজেলার আতাই নদীতে কুমিরের ঘোরাফেরা দেখে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন সুন্দরবন এলাকার নদীর কুমির অজ্ঞাত কারণে খুলনার রূপসা, আতাই, মজুদখালী, ভৈরব হয়ে নড়াইলের মধুমতি ও নবগঙ্গা নদীতে কুমির ছড়িয়ে পড়তে পারে বলে অনেকেই ধারণা ব্যক্ত করছেন। কুমিরের অস্তিত্ব ও নদীতে সাঁতার কাটতে দেখে প্রত্যক্ষদর্শীরা সোস্যাল মিডিয়ার মাধ্যমে কুমিরের মাঝ নদীতে সাঁতার কাটতে দেখে ছবি ভাইরাল করেছেন। দিনে-রাতে নদীকূলের মানুষকে সাবধানে মাছ ধরা, নদীতে গোছল করা বা রাতে নদীতে অন্ধকারে না চলার অনুরোধ করেছেন।