নন্দীগ্রামে শ্রমিকলীগের উদ্যোগে মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ

 নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ২ রা মে (বৃহস্পতিবার) নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা’র নির্দেশনায় উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে তীব্র তাপদাহের কারণে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে সাধারণ জনগণসহ পথচারী এবং শ্রমজীবীদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নন্দীগ্রাম উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান (রাজ) তার নিজ উদ্যোগে এবং অর্থায়নে ২ নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের শিমলা বাজারে উক্ত ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। ওই সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আল আমিন প্রামানিক, নন্দীগ্রাম সদর ইউনিয়নের

 

৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রুবেল আলী সরদারসহ জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মীরা। এবিষয়ে নন্দীগ্রাম উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান (রাজ) বলেন, প্রায় সারা দেশেই এখন তীব্র তাপপ্রবাহ চলছে আর যত দিন এই তাপপ্রবাহ চলমান থাকবে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা ভাইয়ের নির্দেশনায় আমি এবং আমার সংগঠনের নেতা-কর্মীরা যথাসাধ্য এলাকার অসহায় শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top