নড়াইলে হাইব্রিড জাতের যুবরাজ ধানের মাঠ দিবস পালিত

খন্দকার ছদরুজ্জামান,নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলার শুক্তগ্রামে মাঠ দিবস পালিত হয়েছে। বুধবার (১ মে) বেলা ১২ টার দিকে ব্যাবিলন এগ্রো এ্যান্ড ডেইরী লিমিটেডের উদ্যোগে উপজেলার শুক্তগ্রামের কালুখালি এলাকায় হাইব্রিড জাতের ‘যুবরাজ’ ধানের মাঠ দিবস পালিত হয়েছে। মাঠ দিবস অনুষ্ঠানে মো: ইদ্রিস ফকিরের সভাপতিত্বে ও যশোর এরিয়ার আর.এস.এম মিন্টু কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আবু তালহা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাবিলন এগ্রো এ্যান্ড ডেইরী লিমিটেডের দক্ষিনাঞ্চলের সেলস ম্যানেজার এস. এম জহুরুল ইসলাম, নড়াইল এরিয়ার মার্কেটিং অফিসার মো: তারেক হাসান সবুজ, মো: ইসরাফিল হোসেন অভয়নগর এরিয়ায়

সেলস প্রোমোশন অফিসার ইসরাফিল হোসেনসহ ওই এলাকার শতাধিক কৃষক। উপজেলার পরিবেশক মেসার্স সর্দার এন্টারপ্রাইজের প্রোপাইটর মো: মিরাজ সরদার বলেন, অন্যান্য ধানের চেয়ে ‘যুবরাজ’ ধানের জাত অনেক সেরা অনেক গুনগত। অল্প জমিতে এর উৎপাদন অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। এজন্য দেশে এই জাতের ধানের চাহিদা অনেক বাড়ছে। উপজেলার শুক্তগ্রাম এলাকার কৃষক মো: তৈয়ব মুন্সি ৩৩ শতকে ‘যুবরাজ’ ধান চাষ করে ৩৫ মন ধান পেয়েছেন বলে তিনি জানান। ওই কৃষক মোট ১০ বিঘা জমিতে ‘যুবরাজ’ ধান চাষ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top