নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-মহান মে দিবস আজ (০১ লা মে) বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন- সংগ্রামে অনুপ্রেরণার এক দিন। শ্রমজীবী মানুষের আধিকার আদায়ের সংগ্রামে এই দিনটিকে বিশ্বব্যাপী মে দিবস হিসেবে উদযাপিত হয়। তেমনি ভাবে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিশাল এক র্যালীর মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। র্যালী শেষে মজিবর রহমান সুপার মার্কেট কার্যালয়ে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-৪
আসনের সংসদ সদস্য এ,কে এম রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথিদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার আনিছুর রহমান, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা জাসদের সভাপতি জিয়াউল হক শাহীন,নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের
প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলুর রহমান, ও সভাপতি বকুল হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মিন্টু, ইউনুছ আলী,মজনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা এই মে দিবসে যে সকল শ্রমিক জিবন বিসর্জন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সারাদেশের শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের সমর্থন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।