সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ দিঘলিয়া উপজেলার সেনহাটি পুটিমারী বটতলা মোড়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নির্মাণ শ্রমিক ইউনিয়ন দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ মে) র ্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সভাপতি মোস্তফা আল মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন
খুলনা জেলা শাখার সহকারী সেক্রেটারি আল আমিন গোলদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন।উক্ত অনুষ্ঠানটির বাস্তবায়ন ও নেতৃত্বে ছিলেন দিঘলিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম এবং সেক্রেটারি তাসনিম হাসান টুটুল। উক্ত র ্যালি ও সমাবেশে সংগঠনে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।