নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে স্বল্পমূল্যে সেবা দিতে গ্রামীণ চক্ষু হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বর এলাকায় চক্ষু হাসপাতাল উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। এর আগে তিনি উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, চক্ষু হাসপাতালের ম্যানেজার মেহেতাব ইকবাল খান, ম্যানজার অপারেশন সালাউদ্দিন সুমন, প্রশাসনিক কর্মকর্তা শামসুল আলম, পৌরসভার কাউন্সিলর আবু সাইদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।