সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকেঃ গত শুক্রবার ( ২৬ এপ্রিল) খুলনার দিঘলিয়া উপজেলার ঘোষগাতি একটি বসত ঘরের পাশে জালের একটি বিষধর খৈয়া গোখরো সাপ আটকিয়ে যায়। পরবর্তীতে পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের হটলাইনে ফোন করে জানালে এলাকাবাসীর সহোযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর বন বিভাগ খুলনার বন কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী এর সার্বিক নির্দেশনায় সাপটি প্রকৃতিতে অবমুক্ত করা হয়। অবমুক্ত করেন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা
সভাপতি শেখ তারেক, মহিউদ্দিন পারভেজ, মফিজুল ইসলাম মিনা, মোঃ আকিব হোসেন, মোঃ উসমান, মোঃ হাসিবুর রহমান প্রমুখ। আলোর মিছিলের বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের প্রধান ও স্নেক রেসকিউ টিম বাংলাদেশ এর খুলনা প্রতিনিধি মোঃ হাসিবুর রহমান বলেন, তীব্র গরমে সাপ মানুষের আশেপাশে চলে আসছে। তাই সবাইকে সতর্কতার সাথে রাতে চলাচল করতে এবং রাতে মশারী টানিয়ে ঘুমানোর পরামর্শ প্রদান করেন।