খাগড়াছড়ি প্রতিনিধি::::: খাগড়াছড়ির মহালছড়ি বাজারের জায়গায় স্থানীয় অনুপ মহাজন রাতের আঁধারে দোকানঘর নির্মাণ করে দখলের প্রতিবাদে বাজার ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার(২৩এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে শূকর ব্যবসায়ি ও মাংস বিক্রেতা চিকু চাকমা, আলোময় চাকমা, মহালছড়ি বাজার ব্যবসায়ির সভাপতি সুনীল দাশ বক্তব্য রাখেন।বক্তারা বলেন, আমরা আগে থেকেই বাজারের উত্তর পূর্ব পাশে হাটবারে উপজাতিদের মাছ শূকরের মাংস বিক্রি ও ময়লা আবর্জনা ডাম্পিং এর নির্ধারিত এই জায়গাতে মুরগির মাংস, শূকরের মাংস, সাগরের মাছ, জীবিত শূকর বসে বিক্রি করতাম কিন্তু ওই জায়গায় অবৈধভাবে অনুপ মহাজন ওরফে রায়হান
নামে একজন রাতের আঁধারে দোকানঘর নির্মাণের ফলে প্রতি মঙ্গলবার আগের মতো বসে বেচা-কেনা করতে অসুবিধা হচ্ছে। বাজার ফান্ড আমাদের থেকে যথানিয়মে টোল আদায় করছে। আমরা ব্যবসায়ীরা ও পথচারীগণ দ্রুত আশু সমাধান আশা করছি এদিকে, অভিযুক্ত অনুপ মহাজন ওরফে এস এম রায়হান বলেন, আমি কারো জায়গা অবৈধভাবে দখল করি নাই। তাছাড়া রাতের আঁধারে দোকান ঘর নির্মাণ করার কথাটি সত্য নয়। প্রায় সাড়ে ৩বছর আগে ১২ দিন ধরে আমার বৈধ কাগজপত্রের জায়গায় আমি প্রশাসনের গোচরেই ঘর নির্মাণ করেছি। হঠাৎ আজ নতুন করে একটি মহল চক্রান্ত করছে। কুচক্রীমহলটি উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাকে হয়রানীর চেষ্টা করছে। এব্যাপারে ইতিপূর্বে আদালতের মামলায় আমি রায় পেয়েছি। বর্তমানে আপিল মামলা চলমান আছে।