নড়াইলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কালিয়া-২০২৪ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

খন্দকার ছদরুজ্জামান,নড়াইলঃ আজ ২৩ এপ্রিল/২০২৪ (মঙ্গলবার) সকাল ১১ঃ০০ ঘটিকার সময় জেলা নির্বাচন অফিসার, নড়াইল ও রিটার্নিং অফিসার, কালিয়া, নড়াইল এর আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কালিয়া-২০২৪ উপলক্ষে জেলা নির্বাচন অফিসার, নড়াইল ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সুযোগ্য জেলা প্রশাসক, নড়াইল মহোদয়। মতবিনিময় সভায় বৈধ প্রার্থীদের মনোনয়ন করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলোঃ ১। এস এম হারুনর রশিদ, ২। এস এম নাজমুল হক প্রিন্স, ৩। কৃষ্ণপদ ঘোষ, ৪। খান শামীম রহমান ও ৫। মোঃ মাহমুদুল হাসান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলোঃ ১। আশীষ ভট্টাচার্য, ২। ইমরুল ইসলাম, ৩। মোঃ আশরাফুল ইসলাম, ৪। মোঃ ইব্রাহিম শেখ, ৫। মোঃ জাকারিয়া ও ৬। মোঃ মাহবুবুল আলম। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলোঃ ১। ববিতা বেগম, ২। বিউটি আক্তার ও ৩। সোহেলী পারভীন।

পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বৈধভাবে মনোনীত প্রার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নকরণের নিশ্চয়তা জ্ঞাপন করেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোন পক্ষ, কোন প্রার্থী বা প্রার্থীর সমথর্করা সহিংস পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দেন। এ সময় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীগণ, সাংবাদিকবৃন্দ সহ জেলার সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top