দিঘলিয়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী ১৫ জন

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনাঃ আজ মঙ্গলবার দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন। আসন্ন এ নির্বাচনে দিঘলিয়া উপজেলায় বাছাই শেষে ১৫ জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ বলে গন্য হয়। ফলে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী সকলেরই মমোনয়নপত্র বৈধ বলে গন্য হয়েছে।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেনঃ চেয়ারম্যান পদে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হচ্ছেন দিঘলিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মল্লিক মহিউদ্দিন, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা পরিষদের সাবেক সদস্য মোল্যা আকরাম হোসেন,

দিঘলিয়া উপজেলার একমাত্র রাষ্ট্রায়ত্ত পাটকল স্টার জুট মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক গাজী এনামুল হাচান মাসুম ও বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক মোঃ জাকির হোসেন। এছাড়া দিঘলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যাঁরাঃ আসন্ন দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যাঁরা তাঁরা হচ্ছেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও দিঘলিয়া উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, মোঃ আসাদুজ্জামান ওরফে আসাদ খামারী, বজলুর রহমান ফকির, ইমামুল ইসলাম, গোবিন্দ মন্ডল ও শেখ এনামুল হোসেন। এদিকে সংরক্ষিত

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন যাঁরাঃ বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তরুন সমাজ সেবিকা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের উপদেষ্টা বর্তমান যুগের মানবতার ফেরিওয়ালা শেখ মমতার শিরীন ময়না, খুলনা জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক তরুন সমাজ সেবিকা নাসরিন আক্তার ও নাসিমা বেগম। মল্লিক মহিউদ্দিন তার প্রার্থীতা ঘোষণায় অন্য প্রার্থীদের হিসাব নিকাশ বদলে গেছে। যার কারণে দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনটি তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। নীতি নির্ধারণীমহলসহ সাধারণ ভোটাররা যেদিকে সমর্থন ও ভোটদান করবে তারাই দিঘলিয়া উপজেলা

পরিষদের আগামীদিনের চালকের আসনে বসবেন এমনটাই সাধারণ ভোটাররা মনে করছেন। আজ ২৩ এপ্রিল যাচাই বাছাই শেষে সকল পদে সকল প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে দিঘলিয়া উপজেলা গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৭৪৮ জন। পুরুষ ভোটার ৬৫ হাজার ৫৫১ জন ও মহিলা ভোটার সংখ্যা ৬৫ হাজার ১৯৭ জন। ভোট কেন্দ্র সংখ্যা ৫৪টি। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা হুমাইরা পারভীন এ প্রতিবেদককে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top