রূপসার বিভিন্ন খেয়া ঘাটে চেয়ারম্যান প্রার্থী মো: জামিল খাঁনের খাবার স্যালাইন বিতরণ

সাগর কুমার বাড়ই,খুলনাঃ ২২ এপ্রিল~ ২০২৪ ইংরেজি খুলনার রূপসা উপজেলার সেনের বাজার ঘাট মাঝি সমিতি ও রাজাপুর ঘাট মাঝি সমিতি এবং কাচারি ঘাট মাঝি সমিতিতে এই তীব্র তাপদাহে পানির জার ও খাবার স্যালাইন বিতরণ ও ওয়ানটাইম গ্লাস বিতরণ করেন ।
জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মো: জামিল খাঁন । এসময় তিনি রূপসা উপজেলা বাসীকে এই তীব্র তাপদাহে সুরক্ষা থাকার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন ।

একইসাথে খুলনার রূপসা উপজেলাবাসীর প্রতি আবেগ পূর্ণ হয়ে সকলের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: জামিল খাঁন । উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: জামিল খাঁন তিনি বলেন , প্রিয় রূপসা উপজেলাবাসী আপনাদের প্রতি আমার বিশেষ অঙ্গীকার , আমি আপনাদের সমর্থন পেলে আপনাদের পাশে থেকে রূপসা উপজেলার সমস্যা সমূহ চিহ্নিত করার মাধ্যমে বাস্তব ভিত্তিক কর্মপদ্ধতি গ্রহণ করে কাঙ্ক্ষিত উন্নয়নের ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন করবো।

এছাড়াও সকল শ্রেণি পেশার মানুষের পূর্ণ সম্মান বজায় রেখে আপনাদের সাথে নিয়ে পথ চলতে চাই। আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে , রূপসা উপজেলার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা , সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক-শিক্ষিকামন্ডলী , সকল ধর্মের ধর্মীয় ব্যক্তিত্ব
ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মিলিত সহযোগিতায় যুব সমাজকে সঙ্গে নিয়ে মাদক , সন্ত্রাস , উগ্রতা , দুর্নীতি , বেকারত্ব দূরীকরণ সহ সামাজিক অবক্ষয় নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ।
আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার পথচলার শক্তি , আমার সকল কর্ম প্রেরণা আপনাদের জন্যই নিবেদিত। সর্বশেষ আমি মো: জামিল খাঁন , রূপসা উপজেলা বাসীর কাছে দোয়া ও আশির্বাদ কামনা করছি। আগামী ৫ ই জুন ২০২৪ রূপসা উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটের আহবান ও সহযোগিতা কামনা করছি। সকলে সুস্থ ও ভালো থাকার জন্য প্রার্থনা কামনা করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top